টেকনাফ৭১.ডেস্ক
জন্মভূমি মুক্ত করার ভীষণ অনুরাগে
আজ থেকে সেই একশ বছর আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর জাগে।
মায়ের কোলে খোকার হাসি
থাকতো লেগে বারো মাসই
গরম কাপড় বিলিয়ে দিতো পৌষ এবং মাঘে।
খোকা অনেক বড়ো হলো
আন্দোলনে নাম লেখালো
মিছিল মিটিং সমাবেশে সবার অগ্রগামী
খ্যাতিমানের নামের খাতায় মুজিব অনেক দামী।
সবার মনে লাগলো দোলা
সবখানে আজ দুয়ার খোলা
প্রাণে প্রাণে খুশির জোয়ার, উজার করা হর্ষ
বিশ্বব্যাপী পালন হবে শুভ মুজিব বর্ষ।
স্বাধীন সোনার বাংলাদেশে
ক্ষণ গণনার পালা শেষে
মুজিব বর্ষ শুরু হবে পুরো বছর ধরে
সে চেতনায় দীপ্ত মশাল জ্বলছে ঘরে ঘরে।
মুজিব বর্ষ সফল হবে
সোনার বাংলা গঠন হবে
নতুন আলোয় আলোকিত প্রিয় বাংলাদেশ
অযুত বছর নিযুত প্রাণে থাকবে সুরের রেশ।
লেখকঃ সহকারী অধ্যাপক , পদার্থ বিজ্ঞান বিভাগ, টেকনাফ সরকারি কলেজ]
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com