মোঃ শেখ রাসেল::টেকনাফে র্যাব-১৫ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে।
সুত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারী ভোররাতে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল চলতি এসএসসি পরীক্ষাকে পুঁজি করে ভূয়াঁ ফেসবুক ও মেসেঞ্জার আইডি ব্যবহার করে প্রশ্নপত্র দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ শীলবনিয়া পাড়ায় সাড়াঁশি অভিযান চালিয়ে ১টি মোবাইল ও সীমকার্ডসহ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারি চক্রের সক্রিয় টেকনাফ শীলবনিয়া পাড়ার শাহ আলমের পুত্র শাহীদ আল শাহা ওরফে রিসেল (২০) কে আটক করে।
আটক প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স.বিএন) পিপিএম নিশ্চিত করেন।
Leave a Reply