হাবিবুল কবির হাবিব: লেখক
মধুর আমার মাতৃভাষা মায়ের মুখে বুলি শেখায়,
আত্মত্যাগের স্বমহিমায় মু্ক্তিপথের স্বপ্ন দেখায়।
নজরুলের বিদ্রোহী সুর বাংলা ভাষায় বজ্রে বাজে,
সোনার বাংলার অপূর্ব রূপ নিত্য দেখি সকাল- সাঝে।
দুখুমিয়ার মুক্তকণ্ঠ মুক্তি দেখায় "অগ্নিবীণায়,"
বিশ্বকবির 'সোনার বাংলা' কোটি প্রাণে মধুর শোনায়।
মধুকবির 'মেঘনাদ বধ' বাংলা ভাষার অমর গাথা,
ভালবাসার চিত্র আঁকে পল্লীকবির 'নকশী কাঁথা'।
ফেব্রুয়ারির একুশ তারিখ বিশ্ববাসী নোয়ায় মাথা,
রক্ত দিয়ে লাল করেছি ইতিহাসের একটি পাতা।
বিশ্বজনীন এ দিবসে বিশ্ববাসী জানতে শেখে,
বাংলা মায়ের দামাল ছেলে ইতিহাসে নামটি লেখে।
হাবিবুল কবির হাবিব, শিক্ষক
রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
কক্সবাজার।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com