জাহাঙ্গীর আলম কাজল: নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোবাইল নেটওয়ার্ক উন্নয়ণের জন্য নাইক্ষ্যছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন অধ্যাপক মো: শফিউল্লাহ বিআরটিসি তে শনিবার ১৫ জানুয়ারি আবেদন করেন। বিঅারটিসি আবেদনের প্রেক্ষিতে নেটওয়ার্ক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। তিনি উক্ত চিঠিতে বলেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচটি ইউনিয়ন রয়েছে তন্মধ্যে তিনটি ইউনিয়নে শতভাগ নেটওয়ার্ক সুবিধা না থাকায় জন্ম নিবন্ধন সহ সরকারি দাপ্তরিক কার্যক্রম ব্যহত হচ্ছে। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার চারটি ইউনিয়ন মায়ানমারের আন্তর্জাতিক সীমানা ঘেঁষে অবস্থিত। সীমান্তে বিজিবি ১৬ টি বিওপিতে নিয়মিত মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা না থাকায় আন্তঃযোগাযোগ কষ্টসাধ্য।
খুব শিঘ্রীই নাইক্ষ্যংছড়ি উপজেলার নেটওয়ার্ক সমস্যা দূরিভুত হবে। নাইক্ষ্যংছড়িবাসী উপজেলা চেয়ারম্যন অধ্যাপক শফিউল্লাহ’র
এ উদ্যোগকে সাধুবাদ ও ধন্যবাদ জানান।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com