প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৬:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২০, ১:০৮ পি.এম
অতিরিক্ত খুশি করতে গিয়ে স্কুলের দুই ছাত্র গুরুতর আহত
নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অতিরিক্ত খুশি করতে গিয়ে হ্নীলা ইউনিয়নের লেদা উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র গুরুতর আহত হয়েছে। সকাল ১০ঘটিকার সময় লেদার শামসুল আলমের পুত্র সৈয়দ নুর অষ্টম শ্রেণি ও নাটমুড়া পাড়ার আব্দুস সালাম এর পুত্র আতিকুর রহমান অষ্টম শ্রেণি, এবং তাদের বন্ধু কবির আহমদের পুত্র হাবিবুল্লাহ স্কুলের অনুষ্ঠিতব্য মহান ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষ করে তিন বন্ধু একসাথে খুশি করার জন্য হ্নীলা হয়ে মোটরসাইকেল যোগে মেরিন ড্রাইভ এর দিকে যাত্রা শুরু করে। ছাত্ররা রঙ্গিখালী চৌধুরীপাড়া বুদ্ধমন্দির স্থানে পৌঁছলে উত্তর দিক হতে আসা একটা মিনিট টমটম ও স্কুল ছাত্রের চলন্ত মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সৈয়দ নুর, আতিকুর রহমান, মোহাম্মদ ফিরোজ, গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হ্নীলা ডাক্তার মফিজুর রহমানের কাছে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরণ করে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com