সামী জাবেদ::যথাযথ মর্যাদায় টেকনাফে অমর ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে টেকনাফ উপজেলা ও সম্মিলিত প্রশাসন সহ উপজেলা কতৃপক্ষ।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ,পৌর মেয়র হাজী মোঃ ইসলাম টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাত ১২টা 0১মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আমি কি ভুলিতে পারি বাজানো হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা সহ এবং টেকনাফ মডেল থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply