প্রেস বিজ্ঞপ্তি:(টেকনাফ ৭১)
বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে টেকনাফ সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপন হয়েছে। ভোরে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসের সূচনা হয়। এর পরে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে শহীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা, একুশ কবির কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ছিলো অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করা হয়। সন্তোষ কুমার শীলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ রুহুল আমিন ভূঁইয়া, নুরুল ইসলাম, আব্দুল গফুর, প্রমুখ অধ্যাপকবৃন্দ। ছাত্র ছাত্রী দের মধ্য থেকে বক্তব্য রাখেন কলেজ ছাত্র লীগের সভাপতি সাইফুল ইসলাম, ছাত্র নেতা আবদুল বাসেদ। ছাত্র ছাত্রী দের অংশ গ্রহনে কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠে। শ্রুতি ধর ও আতাউল এর দেশাত্মবোধক গান উপস্থিত সবাই কে মুগ্ধ করে।
শেষে অনুষ্ঠানে অংশ গ্রহন কারী সবাই কে বই উপহার দেওয়া হয়।
Leave a Reply