নাছির উদ্দিন রাজ/মোঃ শেখ রাসেল: টেকনাফে হ্নীলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। এতে ওয়ার্ড পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের আরো সক্ষমতা সম্পন্ন হয়ে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানানো হয়।
২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় হ্নীলা ইউনিয়ন পরিষদের হলরোমে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ধোধন করেন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। ইউনিয়ন দূর্যোগের কার্য্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের ডি.আর.আর.ও। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আই.ও.এম এর এন.পি ও ডি.আর.আর.ও।
এছাড়া উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম, নাসরিন কবির, মর্জিনা আক্তার ছিদ্দিকী, সাবেক ইউপি মেম্বার ছালেহ আহমদ, মাষ্টার খলিলুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের ডাঃ মুফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ জালাল উদ্দিনসহ বিভিন্ন পদস্থ লোকজন উপস্থিত ছিলেন।
এতে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী, ঝুঁকি হ্রাস কার্য্যক্রম, সর্তকীকরণ/হুঁশিয়ারী পর্যায়ে সাড়া, দুর্যোগকালীন সাড়া দান, পুর্ণবাসন ও পূর্ণগঠন পর্যায়ে সাড়া দানসহ বিবিধ বিষয়টি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শেষে প্রশিক্ষণার্থীদের নিয়ে কর্মশালার বিষয় ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com