সামী জাবেদ::টেকনাফ পৌরসভার উত্তর নাইট্যং পাড়ার নদী নিবাস সংলগ্ন উঠোনিটা দুর্ঘটনার কবলিত স্থান হিসাবে রূপ ধারণ করে আছে প্রতিনিয়ত প্রতিমুহূর্তে এই উঁচু ওঠোনি আজও ট্রাক দূর্ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়
একটি চাউল ভর্তি ট্রাক চট্রগ্রাম থেকে লোড করে টেকনাফ পর্যন্ত আসে।
আজ সকাল ১১টার দিকে টেকনাফ পৌরসভার ওঠোনিতে এসে পৌঁছায়।ট্রাকটি উঠোনিতে ওঠার সময় ট্রাক চালক ব্রেক কন্ট্রোল করতে না পারায় ট্রাকটি ওঠোনি থেকে অর্ধেক ওঠে নিচের দিখে নামতে থাকে! এমন সময় ট্রাকের থাকা যাত্রীবাহী একটি সিএনজি ৫জন যাত্রি নিয়ে বরইতলী পাশ দিয়ে ওঠোনিতে ওঠার সময়।ট্রাকটি নিচের দিখে নামতে দেখে সিএনজি চালকের আর কিছুই করার ছিলো না। সিএনজিটি ট্রাকটির সাথে ধাক্কা খেয়ে সিএনজিটিও সাথে খাদে পড়ে যায়। এতে সিএনজিতে থাকা ৫জন যাত্রী গুরুতর আহত হয়।আহতদের টেকনাফ সরকারি হাসপাতালে নিয়ে গেলে ২জনকে কক্সবাজারে সদর হাসপাতালে রেফার করে এই ওঠোনিতে প্রতিনিয়ত দেখা যায় এমন দূর্ঘটনা!!
একই দিনে ৮ ঘন্টার ব্যবধানে রাত ৭টার দিখে আরো একটি মিনি ট্রাক ওঠোনি থেকে ওঠার সময় খাঁধে পড়ে যাই।
সচেতন মহলের দাবি এই উঠনি যেন কোন ভাবে সংস্কার করে সাধারণ মানুষেরা দূর্ঘটনা থেকে রক্ষা পায়##
Leave a Reply