সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,টেকনাফ
টেকনাফে মনোরম পরিবেশে এনজিও প্রতিনিধিদের নিয়ে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারী' সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধিদের নিয়ে পূর্বের সিদ্ধান্তনুযায়ী এনজিও সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল,কোডেক,মুক্তি কক্সবাজার ও ওয়ার্ল্ড ভিশন এনজিওকে আলোচনা করার সুযোগ দেওয়া হয়। এ সময় তারা সকলের সামনে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে তাদের কার্যক্রম উপস্থাপন করেন। এছাড়া আগামী সভায় আইআরসি ইন্টারন্যাশনাল, কোস্ট, ইউএনএইচসিআর, ভিটা এনজিওকে আলোচনায় অংশগ্রহণের জন্য বলা হয়।
এ সময় প্রশ্নোত্তর পর্বে সাংবাদিক আশেক উল্লাহ ফারুকীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ অংশ নেন। পরে সকলের মধ্যে উন্মুক্ত আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভার এক ফাঁকে টেকনাফ ইউএনও অফিসে কর্মরত ও এনজিওর দেখাশোনার দায়িত্বে থাকা মোঃ নুরুন্নবীর জেলাতে বদলীর আদেশ হওয়ায় তাকে সকলের পক্ষ থেকে বিদায় জানিয়ে শুভকামনা জানানো হয়। সভার উপর ভিত্তি করে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, দেশ ও দশের স্বার্থে আপনারা সুন্দরভাবে কাজ করুন। আর কাজ করতে গিয়ে কোনভাবেই যাতে ওভারলিপিং না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
এছাড়া লার্নিং সেন্টারে পড়ূয়া বাচ্চাদের এক কালারের ড্রেসের ব্যবস্থা করার পাশাপাশি প্রত্যেক প্রোগ্রামে সরকারী কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরুধ করা হয়। এছাড়া সকল এনজিওদের মধ্য থেকে মাদক ও মানবপাচার নিয়ে কাজ করার জন্য এগিয়ে আসতে অনুরুধ করেন ইউএনও। প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের ছাটাই না করে চাকরীর ব্যবস্থা করার পাশাপাশি মানবপাচার রোধে বাহারছড়া শামলাপুর ক্যাম্প স্থানান্তর করে মেরিন ড্রাইভ সড়কের পরিবেশ ও যাতায়াতের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রধান অতিথি আরও বলেন, ক্যাম্পের পাশাপাশি যদি হোস্ট কমিউনিটি নিয়ে কাজ করা যায় তাহলে জনসাধারণ অনেকাংশে উপকৃত হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com