জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরিক্ষায় সদ্য ঘোষিত ফলাফলে নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদরের বিজিবি স্কুল থেকে বৃত্তি পেয়েছে ১৪ শিক্ষার্থী। তৎমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৯ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
২০১৯ সালে বিজিবি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় মোট ৭২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। বৃত্তিপ্রাপ্ত ছাড়াও পিইসি’তে প্রতিষ্ঠানটির পাশের হার ছিল শতভাগ।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৯ শিক্ষার্থীরা হলো-
ইস্পাহান তাওসিপ তুহিন, আবিদা তাহাসীন তানহা, আতিব আবরার,জুবাইর হাসান,প্রসেনজিত বড়ুয়া, ওমর মোহাম্মদ সিয়াম, সুবাইতা সাদাফ মুমু, আনজুমানরা আজিজি, মাচাউং চাক প্রিন্সি,
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৫ শিক্ষার্থীরা হলো মহি সিকদ্দার, আব্দুল্লাহ আল ছাবিদ, শাকিব শাহরিয়ার, বুশরা জান্নাত, জান্নাতুল বিনতে ছিদ্দিক।
আগামীতে আরো উন্নত ফলাফল উপহার দিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বিজিবি স্কুলের প্রধান শিক্ষক নুরুল বাশার ও সংশ্লিষ্টরা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com