তাহের নাঈম::কক্সবাজার টেকনাফ হ্নীলার ঐতিহ্যবাহী ধর্মীয় দিনি শিক্ষা নিকেতন আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস্সুন্নাহর দুইদিনব্যাপী বার্ষিক সভার প্রথম দিন আজ অতিবাহিত হয়েছে। সভায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধিবেশন আজকে যে হযরত ওলামায়ে কেরামগন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন,যথাক্রমে হযরত মাওলানা মুফতি হুমায়ূন কবির, সিনিয়র শিক্ষক ও মুহাদ্দিস হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম, জামিয়া পটিয়ার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আবু তাহের নদভী,হযরত মাওলানা ওবাইদুল্লাহ হামজাহ, সিনিয়র শিক্ষক জামিয়া পটিয়া চট্টগ্রাম, হযরত মাওলানা নুর আহমদ মুহতামিম সাব্রাং মাদরাসা, হযরত মাওলানা মুফতি রিদওয়ান কাদের, খতীব উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আবু ইউসূফ খতীব কক্সবাজার হাশেমিয়া জামে মসজিদ, হযরত মাওলানা রফিকুল ইসলাম বাহারী, হযরত মাওলানা আবুল কাশেম, হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক ঢাকা, হযরত মাওলানা ক্বারি শাকের আহমদ প্রমুখ। বার্ষিক সভার উদ্বোধন ঘোষণা করেন হযরত মাওলানা ক্বারি মুখতার আহমদ সাহেব ছদরে মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুস্সুন্নাহ।
প্রথম দিনে কয়েক অধিবেশনে সভাপতিত্ব করেন, যথাক্রমে হযরত মাওলানা মাহমুদুল হাসান, হযরত মাওলানা আফসার উদ্দিন কাসেমী, বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন।
মাওলানা এনামুল হক ও মোঃ তোয়াহার চঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আল জামিয়া ইসলামিয়া পটিয়ার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আবু তাহের নদভী সরকারি-বেসরকারিভাবে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আগামীকাল বার্ষিক সভার সমাপনী দিনে ভারত থেকে আগত দারুলউলুম দেওবন্দ মাদরাসার সাবেক শিক্ষা পরিচালক হযরত মাওলানা মুফতী মোঃ ইউসুফ( দা,ব,) দাওরায়ে হাদিসের ছাত্রদেরকে দস্তারবন্দী করবেন। আগামীকাল তিনি দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
Leave a Reply