নিজস্ব প্রতিনিধি::সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহামান্য হাইর্কোটের রীট পিটিশান নং ৫৮৬/২০২০ এর আদেশে চশিবো/বিদ্যা/কক্স: তারিখ /৮৬/৯৭ (অংশ-২) ২৫৭(২)তারিখ ০৫/০২/২০২০ আলোকে ০৬/০৩/২০২০ খ্রী: সর্ম্পূন্ন গনতান্ত্রিক প্রক্রিয়ায় দাতা সদস্য নুরুল বশর ১১ ভোট পেয়ে নির্বাচিত হন,অভিভাবক প্রতিনিধি হিসেবে নুরল হোসাইন , মোহাম্মদ আলম বাহাদুর. মোহাম্মদ বদিউল আলম,বশিরুল ইসলাম নির্বাচিত হন।
সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে শিখা দাশ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। শিক্ষক ক্যাটাগরিতে পলাশ চন্দ্র দত্ত ও মোহাম্মদ হারুন মহিলা শিক্ষিকা ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
সভাপতি নির্বাচনে নির্বাচিত সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে সভাপতি নির্বাচন গোপন ব্যালটটের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হলে টেকনাফ উপজেলা নির্বাচন কমিশনার বেদারুল ইসলাম ও একাডেমিক শিক্ষা অফিসার নুরুল আফসার ,নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদউল্লাহ শহিদের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন র্কাযক্রমে নুরুল বশর ও মোহাম্মদ আলম বাহাদুরের মধ্যে প্রতিদ্বন্দিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
গোপন ব্যালটে ভোট প্রদান শেষে নির্বাচন কমিশনার উপস্থিত সকলের সম্মুখে রেজাল্ট প্রকাশ করেন,যাতে নুরুল বশর সর্বোচ্চ ০৭ ভোট ও মোহাম্মদ আলম বাহাদুর ০২ ভোট ব্যবধানে সভাপতি নির্বাচিত হন নুরুল বশর।
নির্বাচিত সভাপতি নুরুল বশর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন , বিদ্যালয়ের সকল অভিভাবক, শিক্ষক,দাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন সকলের সহযোগিতা নিয়ে আগামীতে যুগোপযোগী ডিজিটাইলেশন প্রক্রিয়ায় শিক্ষাব্যবস্থা চালু ও পাইলট উচ্চ বিদ্যালয় কে সরকারীকরনে সকলের সহযোগীতা কামনা করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com