নাছির উদ্দীন রাজ::টেকনাফে রোহিঙ্গাদের আবারও বাংলাদেশি আইডি ও স্মার্ট কার্ড মিলেছে!সেই মায়ানমারের( মাঙালার গ্রামের) বাসিন্দা দিল মোহাম্মদ এর পরিবারের হাতে। অনুসন্ধানে দেখা যায়, দিল মোহাম্মদ (৪০) পিতা সৈয়দ আলম, আবু তাহের, মোহাম্মদ ওসমান, মোঃ আবু বক্কর পিতা সৈয়দ আলম ( প্রকাশ লালু)মা জুলেখা বেগম স্বামী ছৈয়দ আলম (লালু) মায়ানমারের বাসিন্দা।
কিন্তুু কালের পরিক্রমায় সকলে বাংলাদেশ আইডি ও স্মার্ট কার্ড পেহয়েছে। স্থানীয়ভাবে টেকনাফের জাদিমুরা অবস্থান করলেও আইডি ও স্মার্ট কার্ড সুত্রে তারা আনোয়ারা চট্টগ্রামের বাসিন্দা। বিভিন্ন মাধ্যমে নিজের পিতা মাতার নাম ওলট পালট করে চাতুরী ৬ ডাক ঘর বৈরাগ ৪৩৭৬ আনোয়ারা চট্টগ্রাম হতে দেশীয় আইডি স্মার্ট কার্ড সংগ্রহ করেছে, তাদের পরিবার এখন আইডি ও স্মার্টকার্ড সূত্রে বাংলাদেশের নাগরিক। সেই সুবাদে তারা স্থানীয়দের জন্য নিয়মিত হুমকি অবৈধ ব্যবসা বাণিজ্য নামে-বেনামে সম্পদ ক্রয় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, দিল মোহাম্মদ এর পুত্র মোহাম্মদ ইউনুস মায়ের নাম বদলি করে জন্ম নিবন্ধন বানিয়ে পাসপোর্ট ইস্যু করে সৌদি প্রবাসে গমন করেছে।যার জন্ম সনদ তথ্য যাচাই এর ভেরিফাই কোড হল (১৯৯৬৬৭২৬৬৩১১০১৬৯)। অন্যদিকে দিল মোহাম্মদ এর ছোট ভাই মোহাম্মদ ওসমান জাতীয় পরিচয় পত্র পেয়েছে, নুর ইসলামের বাড়ি, চাতুরী ৬ ডাকঘর, বৈরাগ, আনোয়ারা চট্টগ্রাম যার আইডি নাম্বার (১৯৯০১৫১০৪৬৬০০০২৬৫) ঠিকানা থেকে। এছাড়া তার সমস্ত ভাই ও ছেলে সন্তান ইউএনএইচসিআর-এর রোহিঙ্গা তালিকায় ২৭নং ক্যম্পে রয়েছে। এখন জনমনে শঙ্কা হচ্ছে ২০০৭ সালে মায়ানমার হতে বাংলাদেশে আসলে আমরা মানবতার খাতিরে তাদেরকে আশ্রয়দি। কিন্তুু এমতাবস্থায় তাদের দেশিয় আইডি ও স্মার্ট কার্ড পাওয়া স্থানীয়দের জন্য হুমকি বলে মনে করছে। এ ব্যাপারে জানতে চাইলে গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধি জানান, তারা মায়ানমারের নাগরিক এটা সত্য। তবে কীভাবে তারা স্মার্ট কার্ড করেছে তা খতিয়ে দেখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে। তাদের আইনের আওতায় আনা গেলে ভবিষ্যতে রোহিঙ্গারা আরো এরকম কাজ করতে উদ্বুদ্ধ হবে বলে জানান। উল্লেখ্য বৃটিশ পাড়ার মুত কাশেমের ছেলে আনসার উল্লাহ (৩১) হাজী সেলিমের পুত্র সিরাজ (২৯) আবু বক্কর কে মায়নমার হতে এসে আশ্রিত রোহিঙ্গা বাংলাদেশী আইডি কার্ড ধারি দিল মোঃ,মোঃ ইউনুস গত ৫ মার্চ রাত ৯.৩০ মিনিটে হামলা চালায়।দিল মো বাহিনী আনসার, সিরাজ ও আবুবকর কে বলে, তোমরা এলাকায় থাকতে পারিনা কারণ তোমরা প্রশাসনের দালালি কর তোমরা আমাদের কে হয়রানি কর, এমনকি সেন্টমার্টিন হতে আমার বাড়িতে বেড়াতে আসা উসমানও দিল মোহাম্মদ বাহিনীর হকত হতে বাছতে পালনা। আনসার উল্লাহ বলেন আমি অনতি বিলম্বে ডাকাত দিল মোহাম্মদ বাহিনী কে আইনের আওতায় আনার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি। তা না হলে ব্রিটিশ পাড়া দিল মোঃ বাহিনীর আখাউড়া নামে পরিচিত হবে।##
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com