আরাফাত সানী/নাছিন উদ্দীন/মোঃ রাসেল::টেকনাফে সেন্টমাটিন ছেড়াদ্বীপ থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ৩৯ জন মাঝি মাল্লা এর মধ্যে একটি কার্গো ও সাতটি কাঠের ট্রলার আটক করা রয়েছে।
আটককৃত ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক বলে ধারণা করছেন কোস্ট গার্ড কর্মকর্তারা।
সোমবার (৯ মার্চ) বিকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ কোস্ট গার্ডের লেঃ কমান্ডার রাহাত ইমতিয়াজ।
তিনি জানান,সোমবার দুপুরে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে কোস্ট গার্ডের একটি টহল দল অভিযান পরিচালনা করে।এসময় মিয়ানমারের ৩৯ জন নাগরিকসহ আটটি নৌযান আটক করা হয়েছে।এসব ট্রলারে ১৮টি গরু ও বিপুল পরিমাণ কাঠ রয়েছে, যেগুলো মিয়ানমার থেকে টেকনাফে কোন কাগজপত্র ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছে বলে জানান। ট্রলারসহ আটকদের টেকনাফে নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com