নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)
টেকনাফে রোহিঙ্গা শিবিরে ত্রাস সৃষ্টিকারী জাকির গ্রুপের সেকন্ড ইন কমান্ড সহ দুই সদস্য র্যাবের সাথে গোলাগুলিতে মারাগেছেন। ১১ মার্চ, ২০২০ তারিখ রাত ২৩১০ ঘটিকায় ( আনুমানিক ১১ঘটিকার) সময় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শামলাপুর এলাকায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে র্যাবের সাথে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে গুলি বিনিময় শেষ হলে ঘটনাস্থল হতে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের আব্দু শুক্কুর এর পুত্র সেকন্ড ইন কমান্ড সাইফুল ইসলাম সোহেল (প্রকাশ) ডিবি সাইফুল(৩৮) পূর্ব উমখালি,রামু ও লেদা পশ্চিম পাড়ার নুর আহাম্মদের পুত্র নুর কামাল (প্রকাশ সোনাইয়া) (৩৪) কে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে প্রেরণ করলে, কর্তব্য রত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করে। পরে তাদের কে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব ১৫ টেকনাফ সিপিসি -১ কামান্ডার মির্জা শাহেদ মাহ্তাব, লেফটেন্যান্ট ( এক্স) পি পিএম, বিএন । এ সময় তাদের থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি।একটি এক নলা বন্ধুক,পাঁচটি কার্তুজ,দুইটি খালি খোসা ও চল্লিশ হাজারপাঁচ শত টাকা উদ্ধার করা হয়েছে।
Leave a Reply