নিউজ রুম (টেকনাফ ৭১)
করোনা এক প্রকার মৃত্যু বাহীরোগ যা ঠেকাতে বিশ্বের বড় বড় নেতা বা দেশও হিমশিম খাচ্ছে তা অস্বীকার করার নেই।একটি দেশের গণ্ডি পেরিয়ে এখন পৃথিবীর জন্য একটি মহামারী রোগ করোনা।যা হেয়, তিরস্কার বা অবমূল্যায়ন করার কোন পাত্র নয়। জ্বর, কাঁশি, সর্দি, মাথা ব্যাথা, শ্বাসকষ্ট, বুমি ভাব সহ নানাবিধ কারণ সৃষ্টির উৎস বলে মনে করেন অনেকেই। তবে বিশ্বের বড় বড় ডাক্তার / গবেষকরা বলেছেন সতর্কতাই সর্বোত্তম পন্থা। তবে বিশ্বমিডিয়া সহ দেশের সমস্ত মিডিয়া, প্রশাসন ও সমস্ত দপ্তর একযোগে প্রচার করছে যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে নিয়মিত হাত ধোঁয়া, মাক্স পরিধান করা, নিত্য কাপড়-চোপড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিজের আঙ্গিনায় ঝাড়- ঝুল পরিষ্কার রাখা সহ বিভিন্ন ভাবে সর্তকতা অবলম্বন করতে । তারই ধারাবাহিকতায় অদ্য ২২মার্চ ২০২০ ইংরেজি টেকনাফ উপজেলা চত্বরে টেকনাফে মাক্স পরিধান, হাত মুখ ধোয়া সহ উল্লেখিত সমস্ত বিষয় জনসচেতনতা বাড়াতে ৪ সংবাদকর্মীর প্রচারনা সচেতন মহলের দৃষ্টিগোচর হলে, উক্ত উদ্যোগকে স্বাগত জানায়, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, এরকম সকলের উদ্যোগ আগামীতে করুনা মুক্তির জন্য বিন্দুমাত্র হলেও জনসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। এই প্রচারনায় অংশগ্রহন করেন, টেকনাফ উপজেলার সিনিয়র সাংবাদিক আশেক উল্লাহ ফারুকি (দৈনিক কক্সবাজার ৭১ ও সভাপতি টেকনাফ সাংবাদিক ফোরাম ) মোহাম্মদ আরাফাত সানি ( জাতীয় দৈনিক যায়যায়দিন ও প্রচার ও ক্রীড়া সম্পাদক টেকনাফ সাংবাদিক ফোরাম ) মোহাম্মদ সাইফুউদ্দীন মামুন ( বার্তা সম্পাদক রেডিও নাফ ৯৯.২ এফএম ও তথ্য ও গবেষণা সম্পাদক টেকনাফ পৌর প্রেসক্লাব) নাছির উদ্দীন রাজ (এশিয়ান টিভি ও কোষাধ্যক্ষ টেকনাফ সাংবাদিক ফোরাম) মোহাম্মদ শেখ রাসেল ( দৈনিক সমুদ্র কন্ঠ ও সদস্য টেকনাফ সাংবাদিক ফোরাম) এ সময় দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্য বদ্ধভাবে প্রচারণা চালানোর আহ্বান জানান।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com