মুহাম্মদ জুবাইর, টেকনাফ::
সারাদেশে করোনা আতংকে দিনাতিপাত করছে সর্বসাধারন। করোনা সংক্রামন থেকে বাচতে টেকনাফ উপজেলার সকল প্রকার গবাদিপশুর হাট বন্ধের নির্দেশ দিয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার।
কিন্তু টেকনাফ সদরের গবাদি পশুর হাট ইজারাদার অমান্য করে (২২ মার্চ) বিকালে টেকনাফ পৌরসভার ডেইলপাড়া রাস্তার মাথায় সাপ্তাহিক গবাদিপশুর হাট বসানোর খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট মো. আবুল মনসুরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট মো. আবুল মনসুর বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বার্থে জেলা প্রশাসন, কক্সবাজার কর্তৃক প্রদত্ত সব ধরণের গরু ও পশুর হাট বন্ধ রাখার নির্দেশনা অমান্য করায় টেকনাফ পৌরসভার ডেইল পাড়ায় গরুর হাট বসানোয় ইজারাদারকে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষায় প্রদত্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তনি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com