নাছির উদ্দীন রাজ /মোঃ শেখ রাসেল
জীবন নাশক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব যখনই এক যোগে থমকে গেছে, তেমনি সময়ে বাংলাদেশ সরকারও সারা দেশে করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে সাব জায়গায় করোনা সতর্কতা জারিকরেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশের কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে সারাদেশে একযোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। যা স্বাভাবিক ভোক্তাদের ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে। তা প্রশাসনের নজরে এলে সারাদেশের ন্যায় টেকনাফেও প্রত্যেকটি বাজারে গিয়ে টেকনাফ মডেল থানার উদ্যোগে সতর্ক করে দেন অসাধু ব্যবসায়ীদের। কোন ব্যবসায়ী চাল,ডাল, পেঁয়াজ, রসুন, আদা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কোন একটাতে যদি স্বাভাবিক মূল্যের চেয়ে এক টাকাও বেশী নেই বা (বেশি টাকা আছে বিদায় ৪/৫ বস্তা ক্রয় করে বাড়িতে মজুদ রাখবে ) সাথে সাথে আমাকে ফোনকরে বলবেন বা খবর জানাবেন। তার বিরুদ্ধে যত শক্ত আইনানুগ ব্যবস্থা নেয়া যায় তা আমি নেবই বলেছেন, টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ। ২১ মার্চ ২০২০ ইংরেজি টেকনাফ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শনে যান। তিনি আরো বলেন, টেকনাফের প্রতিটি মানুষের জনজীবনের আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমরা টেকনাফ থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তাই অসাধু ব্যবসায়ীদের (মাদক, মানব পাচার) বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স বাস্তবায়নে আমরা একবিন্দুও পিছপা হব না। এসময় টেকনাফ মডেল থানার বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply