মানুষ মাুষের জন্য, জীান জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেথে পারেনা। মোহাম্মদ নুর (৩২) মৃত শামসু দিন মুজুর এক ব্যক্তির নাম। ছোট্ট এক কুড়েঘরে তাহার বসবাস। নিয়মিত কাজ নাপেলে দুবেলা ভাগ্যে জুটেনা । সে নিতান্তই নিঃস্ব রিক্ত ও অসহায়। গ্রামের সভার সাথে মিলেমিশে চলার অভ্যাস তো আছেই, তারই ফাঁকে কেউ না কেউ থাকে শত্রু মনে করেছে সেও জানেন না। বিগত ১৩ মাস আগে তাকে শত্রুতার জের ধরে একটি অস্ত্র দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেয়,( অবশ্যই) তার দাবি। কিন্তুু পরবর্তীতে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করেন পুলিশ। দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে মুক্ত হন নূর মোহাম্মদ। এখন যখন কোথাও কাজ নেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, ঠিক সময় কর্মসংস্থানের সন্ধান করতে করতে ঠাই হয় হ্নীনা দরগা আই ওএম এর ব্যবস্থাপনার একটি কর্মসংস্থানে। যা থেকে দৈনিক ৪০০টাকা আয় করে নিয়মিত সংসার এবং তার ছেলেমেয়েদের নিয়ে সুখে সংসার করছেন। কিন্তুু গত ২১মার্চ রাতে ৯.৩০মিনিটে " আমি এক অচেনা মানুষ" শিরোনামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে গ্রেপ্তার হওয়া সেই নিন্দনিয় কলঙ্কিত ছবি ভাইরাল হয়, যা দেখে আমিন হতবাক ও বিস্মিত। মনে হচ্ছে আমার জন্য আবার নতুন করে ষড়যন্ত্রের দার উন্মোচন হচ্ছে। এমতাবস্থায় আমি সকল প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের কাছে জোর দাবি জানাচ্ছি এ এরকম যারা ভুয়া ফেসবুক আইডি খুলে মানুষের চরিত্র নিয়ে লীলা খেলছে, তাদের যেন ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
প্রতিবাদ কারি
নাম -মোহাম্মদ নুর (৩২)
পিতা - মৃত শামসু
গ্রাম - রংগীখালী, হ্নীলা, টেকনাফ, কক্সাবজার।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com