মোঃ আশেক উল্লাহ ফারুকী::টেকনাফ ৭১,
টেকনাফ উপজেলা সম্পসারণ ভবন ও হলরুম নির্মাণ প্রকল্পের উপজেলা পরিষদ চারতলা বিশিষ্ঠি ভবণ এবং একতলা মিলনায়তন ভবন একই প্যাকেজের নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ উপজেলা প্রসাশনের কাছে হস্তান্তর করা হবে সংশ্লিষ্ঠি সূত্র এ তথ্য জানা গেছে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে হস্তান্তর প্রক্রিয়া। ২০১৭ সালে (জি.ও.বি) সরকারী রাজস্ব অর্থায়নে উক্ত প্যাকেজের উপজেলা প্রশাসনিক ও হলরুম এ ২ টি ভবনের জন্য ৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে এ কাজ শুরু হয়। স্থানীয সরকার প্রকৌশল অধিদপ্তর টেকনাফ এলজিইডির ত্বতাবধানে “দিয় ইঞ্জিনিয়ারিং এন্ড কনসর্ট্টাকশন” এর সত্বাধিকারী সরকারী ভাবে অনুমোদিত প্রথম শ্রেণীর ঠিকাদর গোলাম মহিউদ্দিন (বাবুল) এ কাজ বাস্তবায়ত করেছেন। এ প্রকল্পে নির্মাণ কাজ প্রায় শেষ এবং পরবর্তীতে হস্তান্তর ও উদ্বোধনের অপেক্ষা করছে। এ নিয়ে সংশ্লিষ্ঠরা প্রস্তুতি নিচ্ছে। নিমার্নধীন উপজেলা সম্প্রসারন এবং হলরুম ভবনে প্রশাসনিক ও উপজেলা চেয়ারম্যান সহ ১৭ টি গুরুত্ব পূর্ণ দপ্তর সমূহ থাকবে বলে সংশ্লিষ্ঠরা জানান। এ ২ টি ভবন নির্মাণ কাজ সূচারূপে এবং ক্রটিবিহীন সম্পন্ন হয়েছে। টেকনাফ উপজেলা এল.জিই.ডি প্রকৌশলী এস.এম আনোরুল হক এ প্রসংগে বলেন, সকল কাজ প্রস্তুতি সম্পন্ন এবং চলতি মাসের শেষে নির্মানাধীন ২ টি ভবন হস্তান্তরিত এবং উদ্বোধন হবে। এতে উপজেলা প্রশাসন সহ ১৭ টি বিভিন্ন দপ্তর সমূহ নতুন ভবনে চলে যাবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com