প্রেস বিজ্ঞপ্তি (টেকনাফ৭১)
সুপ্রিয় টেকনাফ উপজেলাবাসী আসসালামু আলাইকুম/আদব/ নমস্কার। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সকলে ভালো আছেন
নোভেল করোনা ভাইরাস পুরো বিশ্বের কাছে এক আতঙ্কের নাম। ভাইরাসটি বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস এক ধরণের সংক্রামক ভাইরাস। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে এমনকি পশু/পাখির মাধ্যমে এ ভাইরাস ছড়াতে পারে। ভাইরাসে আক্রান্তের লক্ষণসমূহ হচ্ছে- শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ১০০ ডিগ্রির বেশি জ¦র, শুকনো কাশি, বুকে সর্দি-কফ জমা, সর্দি-কাশি, মাথাব্যথা, গলাব্যথা, মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া, শিশু, বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিদের ডায়রিয়া, নিউমোনিয়া ও ব্রংকাইটিসও হতে পারে।
বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, অন্যদের মাঝে সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তিকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। সুতরাং কোনভাবেই কেউ যেন আক্রান্ত না হয়, সেজন্য প্রত্যেককে বিশেষভাবে সচেতন থাকতে হবে।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিম্নোক্ত বিষয়গুলো আবশ্যিকভাবে মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি ! সম্প্রতি যারা বিদেশ থেকে এসেছেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন, তারা স্বেচ্ছায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। সম্প্রতি বিদেশ থেকে কেউ আসলে দ্রুত উপজেলা প্রশাসনকে তথ্য প্রদান করুন। জনসমাগমস্থলে গমন এবং সভা, মিছিল, মিটিং, সেমিনার, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন ও অংশগ্রহণ থেকে বিরত থাকুন। বিশেষ প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না বিনোদনকেন্দ্র ও কমিউনিটি সেন্টারে যাবেন না।কোন প্রতিষ্ঠান, বিভিন্ন মোড় ও চায়ের স্টলে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন। গণপরিবহনে যাতায়াত করা থেকে বিরত থাকুন। সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজন ব্যতীত অফিস-আদালত স্ব-শরীরে হাজির হয়ে সেবা গ্রহণ করা থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজন ব্যতীত যে কোন ধরনের ভ্রমণ থেকে বিরত থাকুন। অসুস্থ্য ও বিদেশ ফেরত এবং বয়স্ক ব্যক্তি মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ আদায় করুন। করমর্দন ও কোলাকুলি করা থেকে বিরত থাকুন। যেকোন ব্যক্তি হতে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন। নিয়মিত সাবান/হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করুন। হাত না ধুয়ে নিজের মুখমন্ডল স্পর্শ করবেন না। এই বিশেষ অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য/পণ্যের মূল্য অহেতুক বৃদ্ধি করা থেকে বিরত থাকুন। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী সকল নির্দেশনা মেনে চলুন। কারো মধ্যে ভাইরাসের আক্রান্তের উপসর্গগুলো দেখা দিলে দ্রুত নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ টেকনাফ উপজেলা করোনা ভাইরাস বিষয়ক হট লাইন নাম্বার ০১৭৩০-৩২৪৪৭০
আসুন আপনি/আমি সকলে ঐক্যবদ্ধভাবে এই মহামারীর বিস্তার প্রতিরোধ করি
ডাঃ টিটু চন্দ্র শীল,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com