নাছির উদ্দীন রাজ /আরফাত সানি /শেখ রাসেল
টেকনাফে ১০ টাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে পুলিশ কনষ্টেবল শরীফুল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সারা দেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মানুষগুলো ঘর বন্দী, নিন্ম আয়ের লোকেরা থাকিয়ে আছে কখন দরজায় পৌছাবে খাবার, ঠিক সময় টেকনাফ মডেল থানার পুলিশ কনষ্টেবল শরীফুল ইসলাম নিজ উদ্যোগে বের হয়ে ছিলেন এ কর্মসূচিতে। অদ্য ২৯ মার্চ ২০২০ ইং টেকনাফ মডেল থানায় কর্মরত কনষ্টেবল শরীফ টেকনাফ এর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই প্রয়জনীয় সামগ্রী বিতরন করেন । টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া,চৌধুরী পাড়া,শিল বনিয়া পাড়া,কুলাল পাড়া,গোদারবিল,পৌরসভা,নাইট্যং পাড়া,সাবরাং এলাকার হত দরীদ্র,প্রতিবন্দী দের মাঝে যা পৌঁছে দেয়া হয় । এই কর্মসূচি মূল উদ্দেশ্য হল দেশের বর্তমান অবস্থায় মহামারি করোনা ভাইরাস যে সব অসহায়,প্রতিবন্দি ঘর থেকে বের হতে না পেরে খাদ্য সংকটে ভুগছেন সেই সমস্যা সমাধানে ক্ষুদ্র পরিসরে হলেও অংশীদার হওয়া।চাল,ডাল,তৈল,আলু,পেয়াজ,সাবান,ডিটারজেন্ট সহ সব কিছু ছিল এ ১০টাকার সামগ্রীতে । টেকনাফ মডেল থানায় কর্মরত কনষ্টেবল শরীফুল ইসলাম বলেন, ১০ টাকায় খাদ্য সামগ্রী বিতরন নামকরণ করার একটাই উদ্যেশ্য, যে কোন ব্যক্তি যেন দান বা সাহায্য মনে করে মন ক্ষুন্ন না করে । তারা এই সব পন্য ১০ টাকায় কিনে নিয়েছে এমন টা মনোভাব যেন তাদের মধ্য সৃষ্টি হয়। তিনি আরো বলেন, দেশের বর্তমান অবস্থায় করোন ভাইরাস মোকাবেলায় সরকার এর পাশা পাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান। মানুষের ৫ টি মৌলিক চাহিদার মধ্য খাদ্য হলো অন্যতম। তাই এই কর্মসূচি পালন করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com