নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)
টমটম এখন একটি পরিচিত নাম, ছোট পরিশরে পরিবেশ বান্ধব এই গাড়িটি এখন নিম্নআয়ের মানুষের একমাত্র ঠিকানা। যা রাত্রে বিদ্যুৎ চার্জ দিয়ে দিনের বেলায় জীবিকা অন্বেষণে বের হয় স্থানীয়রা।সে টমটম চার্জে দেয়ার জন্য একটি ঘর বানান পূর্ব লেদার হাজী আবুল বাশার এর পুত্র আব্দুরহমান (৩০)। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে যখন সরকার সমস্ত যায়গায় সব গাড়ি বন্ধ ঘোষনা করেন, রাস্তায় না নামানোর জন্য তখন কিছু গাড়ি আব্দুরহমানের গাড়ি চার্জের ঘরে চার্জ দেন।(যারা নিয়মিত দেন) সকাল হলে মালিকেরা নিজ নিজ গাড়ি বাড়িতে নেয়ার জন্য চালকেরা গাড়ি বের করলে এক পর্যায়ে মুছনি পাড়ার কালা চাদের পুত্র কবির আহামামদ (৪০) গাড়ি চালক কে বাধা দেন। সাথে সাথে তাদের মধ্য গাড়ি চলা না চলা নিয়ে কথ কাটাকাটি হয়। ঘটনার জের ধরে কবির আহাম্মদ একটি গাড়ি ভাঙচুর করে ও আবদুর রহমানকে লাটি দিয়ে রক্তাক্ত করে বীরদর্পে পালিয়ে যায়। ফরে স্থানীয় কিছু যুবক আহত অবস্থায় আব্দুর রহমানকে লেদা আই ও এন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।অদ্য ৩০মার্চ ২০ইং আব্দুর রহমানের অভিযোগ, কবির আহমদ নিয়মিত বিভিন্ন টমটম ও মাহিন্দ্রা থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করেন টমটম সমিতির নামে। আমি তা ধরিয়ে দিলে তখন আমার উপর চওড়া হয় কবির ঘাতক। এ বিষয়ে কবির আহমদের কাছে জানতে চাইলে তিনি বলেন, টমটম গাড়ি বাহির করা নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে উভয়জনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আমি সমাধানের জন্য চেষ্টা করছি। আহত আব্দুর রহমান বলেন, যারা সিএনজি শ্রমিকের নাম দিয়ে বিভিন্ন গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায় করেন, তাদেরকে আইনের আওতায় আনা হোক না হয় এরকম চাঁদাবাজ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাস্তার কোন শৃঙ্খলা থাকবে না।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com