নাছির উদ্দীন রাজ (টেকনাফ ৭১)
অপ্রতিরোধ্য করোনা পরিস্থিতি যখন বিশ্বের টনক নড়েছে। সারা দুনিয়ার সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ও করোনা সতর্কতা জারি করেছে সরকার । তারি নির্দেশনা মানতে যখন সব শ্রেনীর মানুষ ঘর বন্দী। সেই ফাঁকে অসহায় হয়ে পড়েছেন নিন্মআয়ের পরিবারের মানুষ গুলো। সংসারের সদস্যরা যখন পরিবারের কর্তার দিকে থাকায় কখনই দুমুঠো জুটবে পেটের জন্য, কর্তা যখন এই উত্তর টা পরিবারের কাছে দিতে নির্বাক হয়ে যান, করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়ার কারণে। এমন সময় কিছু খাদ্য সামগ্রী নিয়ে অসহায় পরিবারের দরজায় পৌঁছে গেলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর। গত ৩০মার্চ টেকনাফে সকাল থেকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিজ হাতে উক্ত খাদ্য সামগ্রী পৌঁছে দেন বিভিন্ন অসহায় পরিবারের কাছে। তিনি বলেন, আমার উপজেলায় তিন হাজারেরও বেশি জীবিকা হারানোর নিন্মআয়ের পরিবার রয়েছে। ক্রমান্বয়ে আমরা অসহায় পরিবারের কাছে তা পৌঁছে দেয়ার চেষ্টা করছি। এছাড়াও তাহার ব্যক্তিগত উদ্যোগে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রিক্সা চালক, গরীব মানুষের মাঝে চাল, ডাল, তৈল, মাক্স বিতরণ করতে দেখা যায়। ইতোমধ্যে টেকনাফের অনেকে আমাদের সাথে সমন্বয় করে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে। তাই সকল বিত্তবানদের ও অসহায়দের পার্শ্বে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি অনুরুধ করেন।
Leave a Reply