নিউজ রুম (টেকনাফ৭১)
গত ৩১ মার্চ টেকনাফ হতে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ টুডে ডটকম এ " ফলোআপ লেদার ইয়াবা রাজ্যের নব্য কিং ছৈয়দকে বাঁচাতে মাদক কারবারী ও কথিত সুশীল সমাজের গোপন মিশ এখনো বেপরোয়া " শিরোনাম টি আমার দৃষ্টি গোচর হয়েছে। যা দেখে আমি হতবাক ও বিস্মিত। এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হল আমি ছৈয়দ আলম, লেদা পুরাতন স্টেশনে একটি মুদির দোকান করছি ৬ বছর ধরে। রাষ্ট্রের আইন কানুন মেনে রাজস্ব ও আদায় করে আসছি। আমার দুই ভাই মালেশিয়া প্রবাসী একজন ৮ আরেক জন ৬ বছর। আমার জীবনে কোন দিন আমি রাষ্ট্রিয় নিষিদ্ধ ইয়াবার সাথে জড়িত ছিলামনা। বরং আমি জেনে থাকলে ইয়াবা ব্যবসায়িদের বিরুদ্ধে প্রসাশনকে সহযোগিতা করে আসছি । জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে তথ্য সংগ্রহ করার সময় আমার এলাকার কিছু কুচক্রী মহল আমার ব্যক্তি গত শত্রুরা ভুল তথ্য দিয়ে আমাকে বর্তমান যোগের সবচেয়ে ঘৃণ্য অপরাধি বানানোর জন্য কৌশলে কাজ করছে । আমি আবারও বলছি ফলোআপ নিউজ এটাও ভুল মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন । উক্ত সংবাদ নিয়ে কাউকে / রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী কে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
নামা- ছৈয়দ আলম
পিতা- আলী
গ্রাম- পশ্চিম লেদা, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com