সামী জাবেদ;টেকনাফ পৌরসভা ৮নং ওয়ার্ডে গঠিত হওয়া সামাজিক উন্নয়ন ও সেবা মূলক সংগঠনটন ,
“আমরা চাই সচেতন পরিবেশ “এই সংগঠনটির মূল উদ্দেশ্য হল সমাজিক উন্নয়ন ও এলাকার জনগণকে সেবা ও সচেতন করা।এই সংগঠন প্রায় সমাজের কল্যাণের কাজ করে চলেছে দীর্ঘদিন যাবত ।করোনা ভয়াবহতা সারা বিশ্বে মহামারি আঁকার ধারণ করাই ,সব দেশে লকডাউন জারি করে।এমন অবস্থায় বাংলাদেশেও করোনা ভাইরাসের সন্দান মেলে।করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকারও সারা দেশে লকডাউনের ঘোষণা দেই।এমন সময় সারাদেশে
এমন সময় টেকনাফের একটি সমাজিক উন্নয়ন মূলক সংগঠন জীবাণু নাশক স্প্রে নিয়ে টেকনাফের বিভিন্ন রাস্তাঘাটে নেমে যাই।০২এপ্রিল বিকেল তিনটার দিখে সংগঠনের সকল সদস্য জাবাণুনাশক স্প্রে হাতে খাদে নিয়ে ,রাস্তায় চলা ছোট বড় যানবাহনে স্প্রে করে জীবাণু মুক্ত করার কাজে লেগে যাই।সংগঠনের সদস্যরা যানাই যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সেই ভাবে টেকনাফ পৌরসভাই যত গোলা সমাজ সেবক সংগঠন আছে সেই সব সংগঠন ও যে কোন দূর্যোগে মানুষদের সচেতন করার কাজে লেগে যাই।
সংগঠনের সদস্যরা রাস্তায় থাকা লোকদের যানবাহনে ও তাদের হাতে স্প্রে করার সাথে সাথে বাড়ি থেকে অপ্রয়োজনে বাহির না হওয়ার জন্য বলেন।এবং যত দিন পর্যন্ত সরকার ঘোষণা না দেয় তথদিন পর্যন্ত সরকারি নিয়ম মেনে ভয়াবহ প্রাণ ঘাতি করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষার্তে সরকারকে সহযোগিতা করতে বলেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com