নাছির উদ্দীন রাজ (টেকনাফ ৭১)
করোনা পরিস্থিতি কাটাতে ঘর বন্দী মানুষ, সচ্ছল পরিবার গুলোর কাছে দু বেলার থাকলে ও যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে সে মানুষগুলো প্রতিনিয়ত অসহায়ত্বে দিন কাটাচ্ছে। তাই তাদের দুমুঠো যোগান দিতে খাদ্য সামগ্রী নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে উপকূল এলাকা কক্সবাজারের টেকনাফে শকহপরীর দ্বীপে করোনা পরিস্থিতিতে ঘরবন্দী নিন্মবিত্তের মাঝে বাড়ি বাড়ি গিয়ে করোনা ত্রান সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন। ৫এপ্রিল ২০২০ইং সকাল ১০টা থেকে তারা ২৫০ অসহায়, দিনমজুর ও কেটেখাও পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন এস্টেশন কমান্ডার লেঃ কামান্ডার এম সাইদুল মুরছালিন,টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ রাহাত ইমতিয়াজ,সহ
জনপ্রতিনিধি ও কোস্টগার্ড সদস্যরা।
Leave a Reply