মোঃ আরাফাত সানী ::টেকনাফ৭১
মানবতার সেবা কাকে বলে তাহা একটু নীচের লিখাটি পড়লে বুঝতে পারবেন। যখন সামগ্র দেশের মানুষ করোনা ভাইরাসে আতংকিত এবং গৃহ বন্দি তখন সরকার শুধু বলে ত্রান সামগ্রী দেওয়া হবে । কিন্তু আসলে ত্রানের কোন দেখাই নাই। দেশে শুধু ত্রান ও চাউল চোর ধরা পরতেছে। ঠিক এমনি সময়ে হঠাৎ করে জুহুরের নামাযের পর একটি মোবাইল কল আসে আমার বড় মেয়েটা ধরে কথা বলতেই আমি বুঝতে পারলাম বাহিরের কোন লোক। তাড়াতাড়ি বাহিরে গিয়ে দেখলাম তিনজন লোক একজনের কাঁধে একটি বস্তা মুখে মাস্ক পরা আর দুজন লোক দাড়ানো, এবং আরও কাছে গিয়ে দেখলাম তিনি আর কেও নন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র -১ জনাব মৌলানা মুজিবুর রহমান। আজ এই দুর্দিনে তিনি শিক্ষকদের প্রতি এত অনুরক্ত।সেই প্রাচীন যোগের বাদশাহ আলমগীরের পর টেকনাফ পৌর প্যানেল মেয়র -১ শিক্ষকদের উচ্চ মর্যাদা দিলেন। আল্লাহ তাহাকে দির্ঘজীবি করুক। বর্তমানে যারা টেকনাফে নেতৃত্ত দিতেছেন তারা শিখে নেন মানবতা ও মানব সেবা কি। ধন্যবাদ।###
Leave a Reply