নাছির উদ্দীন রাজ, আহাম্মদ উল্লাহ (টেকনাফ৭১)
সারা বিশ্ব আছে একটি ভিতিকর ভাইরাস নিয়ে যার নাম করোনা।পৃথিবী যখন লকডাউন সময় পার করছে, সে সুযোগ কাজে লাগিয়েছে রাষ্ট্রদ্রোহী কিছু স্থানীয় ও রোহিঙ্গা আন্তর্জাতিক মানব পাচারকারির সদস্যরা মিলে মানব পাচার করছে। যারা প্রতিনিয়ত এই অদম্য মানব পাচার করে থাকেন। পৃথিবীতে কি হচ্ছে তা তাদের দেখার বোধগম্য নয়। তাদের পকেটের টাকা ভারিহলেই হল। মানুষ সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় মৃত্যু হোক আর বেঁচে যাক কিছুই আসে আর যায় না । প্রতিনিয়ত উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়া পাচার করছে শত শত ট্রলার মানব। হয়তো বা কোন কারনে ইঞ্জিন বিকল বা দুর্ঘটনার শিকার হলেই আমরা জানি মালয়েশিয়া মানুষ পাচার হচ্ছ, না হয় প্রতিদিনের ঘটনা ত নিষ্ফল। সুত্র জানায়, দীর্ঘ ৫৫ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ছিল ৪৮০জন।সে খান থেকে ৫০জন মারাগেলেও বাকীরা টেকনাফের বাহার ছড়ার জাহাজ পুরা এলাকায় সমুদ্র তীরে ট্রলারটি মেরেদেন বলে জানায় উদ্ধার হওয়া ব্যক্তিরা । তারা বলছেন, করোনার কারনে সমস্ত দেশে যখন লকডাউন তখন আমাদেরকে কোন দেশে পৌঁছাতে না পারার নিশ্চিত হলে আমাদের নিয়ে মাঝি-মাল্লারা সাগরে ভাসতে থাকেন । কিন্তুু দিন দির্ঘ হওয়াতে সহ্য না হলে আমরা ট্রলারের কর্মকর্তাদের সাথে সকলে এক যোগে ঝগড়া দিয়ে থাকলে আমাদের সাথে রাগ করে বাহারছড়া এসে সমুদ্র উপকূলে মালেশিয়া বলে আটকে দেন আজ ১৫/৪/২০ইং । পরে প্রাণ রক্ষার্থে উপকুলে উটে দেখি এটা টেকনাফের বাহার ছড়া। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।
(আরো বিস্তারিত আসবে)
Leave a Reply