সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,(টেকনাফ৭১)
সারাদেশে করোনা ভাইরাসের প্রভাবে কক্সবাজার জেলাকে গত ৮ এপ্রিল লকডাউন ঘোষণা দেন জেলা প্রশাসক। ফলে কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সহায়তায় অংশগ্রহনে টেকনাফ উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে Alliance for Cooperation and Legal Aid Bangladesh (একলাব) এর পক্ষ থেকে অার্থিক অনুদান প্রদান করা হয়। টেকনাফ উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ১৪ এপ্রিল সকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের হাতে একটি নগদ চেক টেকনাফ উপজেলার সরকারী ত্রাণ তহবিলে হস্তান্তর করেন একলাবের আওতাধীন কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম'র স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রেডিও নাফের অনুষ্ঠান প্রযোজক হারুন রশিদ, রেডিও নাফের বার্তা সম্পাদক ও টেকনাফ পৌর প্রেস ক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, সহকারী টেকনিশিয়ান মোঃ আলামিন হোসাইন। সরকারী-বেসরকারী সংস্থা থেকে পাওয়া ত্রাণ প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মহীন, হতদরিদ্র মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে উপজেলা প্রশাসন। সরকারের পাশাপাশি দেশের এ দূর্যোগকালীন মুহুর্তে সমাজের ধনী বিত্তবানদেরও এগিয়ে অাসার জন্য অাহবান জানান তিনি। একলাবের নির্বাহী পরিচালক, রেডিও নাফের সিইও ও বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় টেকনাফ, রামু ও উখিয়া উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে অার্থিক অনুদান প্রদান করা হয়। সরকারী ত্রাণ তহবিলে অার্থিক সহযোগিতা করার জন্য একলাবের আওতাধীন রেডিও নাফের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপজেলা প্রশাসন। তিনি আরও বলেন, এ দুর্যোগকালীন সময়ে সরকারী-বেসরকারী জিও-এনজিও'রা যদি এগিয়ে আসে তাহলে কস্টে থাকা লোকজনদের দুঃখ অনেকটা লাঘব হবে। উল্লেখ্য যে, অন্যদিকে তারই ধারাবাহিকতায় কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সহায়তায় অংশগ্রহনে কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে Alliance for Cooperation and Legal Aid Bangladesh (একলাব) এর পক্ষ থেকে অার্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় হস্তান্তরকালীন একলাবের কমিউনিটি এনগেজম্যান্ট অফিসার মোঃ জুলফিকার অালী, একলাবের ময়না বড়ুয়া উপস্থিত ছিলেন।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com