মো: ফয়সাল ||কক্সবাজার শহরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পত্রিকার হকারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি। র
বিবার (১৯ এপ্রিল ) সকাল ১০ টায় শহরের বাহারছড়া গোল চত্বর মাঠে ৩২ জন পত্রিকার হকারদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
এদিকে,ওইদিন সকাল সাড়ে ১১ টার সময় কক্সবাজার সদরের খুরুশকুলেও শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কউক চেয়ারম্যান লে.কর্ণেল(অব.) ফোরকান আহমদ।
জানা যায়, দিনমজুর ও অসহায় এই মানুষ গুলোর কথা ভেবে মানবতার ডাকে গত ২ মাস যাবত কউক চেয়ারম্যান করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনার পাশাপাশি নিয়মিত ত্রাণ বিতরণ করে আসছেন। এসব পুরোপুরি নিজ তহবিল থেকে করে আসছেন তিনি।
এদিকে, কউক সরকারি প্রতিষ্ঠান হলেও ত্রাণের কোনো কার্যক্রম এই প্রতিষ্ঠানের মাধ্যমে না থাকলেও থেকে নেই কউক চেয়ারম্যান। তিনি প্রতিদিনই কোনো না কোনো এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামুলক প্রচারের পাশাপাশি নিজ বেতনের টাকা থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দিচ্ছেন ত্রাণ সামগ্রী ।
এই বিষয়ে কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি বলেন, বিশ্বের এই ক্রান্তিলগ্নে স্বেচ্ছায় দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তিনি নিজ উদ্যোগে অসহায় মানুষগুলোর খোঁজ খবর নেয়ার পাশাপাশি দিচ্ছি ত্রাণ সামগ্রী। এবং যে যার যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।
উল্লেখ্য যে,তিনিই প্রথম ত্রাণ নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com