মোঃ আরাফাত সানী/মোঃ শেখ রাসেল
কক্সবাজারের টেকনাফে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্যাম্পল টেস্ট রিপোর্টে ‘পজেটিভ’ আসা টেকনাফের দ্বিতীয় করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত রোগী।
তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হারাঙ্গ্যাঘোনা এলাকার মৃত আলী হোসেন ছেলে মোহাম্মদ ইদ্রিস (৪০)। সে ৩ মাস আগে তাবলীগে গিয়েছিলেন ১০ দিন আগেবাড়ি ফিরেন।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়–য়া বলেন গতকাল ৫৩ জনের নমুনা পরিক্ষায় টেকনাফের একজনের পজেটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিকেল ৩ টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম সরকারি এ্যাম্বুলেন্সসহ তার বাড়ির উদ্দ্যেশে রওয়ানা দিয়েছে।
এব্যাপারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান- আমাদের স্বাস্থ্য টিম করোনা রোগীর যাতায়াত রিপোর্ট নেওয়া, বাড়ি লকডাউন করা, পরিবারের সদস্যদের কোয়ারান্টাইনে রাখা, তাকে চিকিৎসার জন্য আইসোলেশনে নিয়ে আসা সহ প্রয়োজনীয় জরুরি সব উদ্যোগ নেবেন।
উল্লেখ্য, এনিয়ে টেকনাফে দুইজনের করোনা সনাক্ত হয়েছে। গত ১৯ এপ্রিল টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার ঢাকা কাওরান বাজার ফেরত আম ব্যবসায়ী মোঃ হোছনের করোনা পজেটিভ আসে। সে বর্তমানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলনে সুস্থ হওয়ার পথে আছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com