1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জামেয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন হত্যাকান্ড কে পুঁজি করে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ : মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় পরিবেশ সংরক্ষণকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রী নিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন সভাপতি ফরিদ সম্পাদক শামসুল আলম যুগান্তরের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের অভিযান ৩১ ভিকটিম সহ দুই দালাল আটক ||টেকনাফ ৭১ ডাকাত ও অপহরণ দলনেতা বদরুজ অস্ত্র,গুলি সহ আটক হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার ৫ ও ৬ ওয়ার্ড কৃষক দলের কর্ম সমাবেশ অনুষ্ঠিত টেকনাফ উপজেলায় স্বাস্থ্য ও ব্যাক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজ মাতৃভূমির মানুষের জন্য খোলা চিঠি পাঠালেন রাশেদুল হক পুলিশ পরিদর্শক (তদন্ত) পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৬৭৬ বার পড়া হয়েছে

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রসঙ্গে প্রিয় মাতৃভূমি টেকনাফের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা:
===================================

প্রিয় এলাকাবাসী,

আসসালামু আলাইকুম।
আপনাদের সন্তান হিসেবে আমার ছোট্ট আকুতি আপনাদের কাছে তুলে ধরছি। আমার মাতৃভূমি প্রিয় টেকনাফের/হোয়াইক্যং এর সর্বসাধারণের উদ্দেশ্যে দুয়েকটা কথা বলছি। পবিত্র রমজান মাসের আগমনী মোবারকবাদ জানাচ্ছি। রহমত, বরকত ও মাগফেরাতের এই মহিমান্বিত মাসের শুরুতে আমরা চরম পরীক্ষার সম্মুখীন হয়েছি। বিশ্ববাসী আজ কঠিনতর পরিস্থিতি মোকাবেলা করছে। অস্ত্র-গুলিবিহীন, সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত কোভিড-১৯ করোনা ভাইরাসের এই যুদ্ধে বিশ্বের পরাশক্তি দেশগুলো ও তাদের চিকিৎসা বিজ্ঞান পরাজিত হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কাতারে শামিল হয়েছে। মানব জীবন বিপন্ন হয়ে পড়েছে। চতুর্দিকে হাহাকার। বর্তমানে বাংলাদেশের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। গত ১৫ দিন আগেও আমাদের দেশের সবকিছু ঠিকঠাক ছিল। জমিতে সার ছিটিয়ে দেয়ার মতো আমাদের মাঝে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। যিনি রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তার সবচেয়ে নিকটতম আত্মীয় মা, বাবা, ভাইবোন, স্ত্রী, সন্তান সহ সবাই তার দেখাশোনা, সেবাযত্ন করা থেকে বিরত থাকে। এমনকি মৃত্যু পরবর্তী তার লাশ গ্রহনেও অনিহা প্রকাশ করছে। সবই আপনারা ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছেন। আপনাদের অজানা কিছুই নেই। প্রতিনিয়ত স্থানীয় প্রসাশন, থানা/ফাড়ি/তদন্ত কেন্দ্রের পুলিশ, সেনাবাহিনী, সেবাদানকারী সংস্থা বা অন্য কোন ভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে ও সচেতন হতে বিভিন্ন প্রচরণা চালিয়ে যাচ্ছে। আপনি/আপনারা হয়তো ভাবছেন, এমন কিছু আমাদের এখানে হবে না। আল্লাহর দোহাই এমনটা ভাববেন না। আমার কর্মস্থল পাহাড়তলী থানা এলাকার শিক্ষণীয় ঘটনা থেকে বলতে পারি, বৃদ্ধলোক আক্রান্ত হলে, তার আত্মীয়-স্বজন কাউকেই পাওয়া যায়নি শুধুমাত্র গাড়িতে উঠিয়ে দেয়ার জন্য। শূন্য থেকে ৩/৪ দিনের মধ্যে ১২ জন করোনা রোগী পাওয়া যায়, যার মধ্যে মৃত্যু ২ জন বরণ করেছে। অবশিষ্ট রোগীদের সাথে নিয়মিত যোগাযোগ করে তাদের মনোবল ও সাহসিকতা বৃদ্ধির জন্য আমরা অভয় দিয়ে যাচ্ছি। আমাদের অফিসার ইনচার্জ জনাব মোঃ মঈনুর রহমান MD Mainur Rahman মহোদয় প্রতিনিয়ত তাদের পরিবারে খাবার দাবার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যোগানের ব্যবস্থা করছেন। আল্লাহর অশেষ রহমতে ইতিমধ্যে ২/৩ জন সুস্থতা লাভ করেছে। বাকিরাও সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। আপনারা দয়াকরে আর অবহেলা করবেন না। খারাইগ্যা গোনা, হ্নীলা, পাশ্ববর্তী এলাকা তুমব্রুতেও করোনা পজিটিভ পাওয়া গেছে। আমরা যারা এলাকার বাইরে আছি বিশ্ববাসীর এই চরম দুঃসময়ে করোনা পরিস্থিতির ক্রান্তিকালে বার বার মনে পড়ছে মাতৃভূমির কথা, আপনাদের কথা। মনে পড়ছে অগাধ ভালোবাসা ও মমত্ববোধে পেরিয়ে আসা শিশু কিশোরে বেড়ে উঠা হাজারো স্মৃতি বিজড়িত এই মাতৃভূমির মানুষগুলোর কথা। মনে পড়ছে প্রিয় এলাকাবাসী মুরব্বিদের, যাদেরকে আমার বাবার সংস্পর্শে বার বার দেখেছি।

আমাদের গ্রামের পারিপার্শ্বিক অবস্থা আপনারাই অবগত আছেন। চতুর্দিকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় তার অপরিকল্পিত জীবন ব্যবস্থা আমাদের/আপনাদের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে করোনা পরিস্থিতি কোন ভাবেই অবহেলা করার নয়। একমাত্র আল্লাহ সহায় হলেই আমরা রক্ষা পাব। আপনাদের এত বেশি কিছু করতে হবে এমন নয়। শুধু ঘর থেকে বের হবেন না। পাশাপাশি সচেতন হয়ে স্বাস্থ্য বিষয়ক বিধিনিষেধ মেনে চলুন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নামাজ ও ইবাদতের জন্য কেউ মসজিদে জটলা বানাবেন না। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলবেন। আপনারা এসব নিয়ম না মানলে কেউ জোর করে আপনাকে এটা বাধ্য নাও করতে পারে। কারণ, আপনার থানা/তদন্ত কেন্দ্রে যারা আছেন, তারাও মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত আছেন। আমাদের মতো শত ইচ্ছা থাকা সত্ত্বেও নিজ বাড়িতে বা পরিবারের কাছে গিয়ে থাকতে পারছে না। যারা সেবাদানকারী সংস্থা রয়েছেন তাদের মধ্যে গতকালের তথ্য অনুযায়ী, সারা বাংলাদেশে পুলিশ সদস্য ২১৭ জন, স্বাস্থ্যকর্মী ১৮৬ জন আক্রান্ত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা কতজনকে নিষেধ করবে? আমরা মহানগর এলাকায় ছোট্ট এলাকাতে কাজ করেও সব মানুষকে বুঝাতে সক্ষম হচ্ছি না। নিজে থেকে আপনাকে আপনার স্বার্থে মানিয়ে চলতে হবে। আগে যেভাবে বড় বড় মাছ, মাংস ও ভাল ভাল খাবার খেয়েছেন তা বজায় রেখে চলার দরকার নেই। কোন রকম আলু ডাল খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। প্রতিবেশীর খোঁজ খবর রাখবেন। তারা যেন না খেয়ে মারা না পড়ে। যতক্ষন থাকবে মিলেমিশে চলতে হবে। অসহায়দের জন্য মানবিক হোন। আল্লাহর দরবারে চলমান করোনা ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রার্থনা জানাই। দোয়া চাই আপনাদের কাছে। আমাদের কেউ করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করলে আপনাদের কাছে ফেরত আসার সম্ভাবনা নেই বললেই চলে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, পৃথিবীর সুস্থতা ফিরে আসলে আবার দেখা হবে প্রিয় মাতৃভূমিকে, মাতৃভূমির প্রিয় মানুষগুলোকে।

পরিশেষে, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, অতি জরুরী প্রয়োজন ব্যতিরেকে ঘর থেকে বাইরে যাবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনা পজেটিভ হোক আর নেগেটিভ হোক, নিয়মিত আদা, লবঙ্গ, এলাচি, দারুচিনি ও লেবু পানির ভাপ নিতে থাকুন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন-সি যুক্ত খাবার বেশি করে খান।
করোনা পজেটিভ হলেও ভয়ের কোন কারণ নেই, ঠুনকো চিকিৎসা দিয়ে, আল্লাহর রহমত ও মনোবল দিয়ে সুস্থ হয়ে ফিরে আসার ঘটনা অনেক রয়েছে। নিজেকে নিরাপদ ও সামাজিক দুরত্ব বজায় রেখে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান। ঘরে বসেই নামাজ আদায় করেন, তারাবীহ পড়েন। বেশি বেশি করে নফল ইবাদত করেন। কোরআন নাজিলের মাস হিসেবে কোরআন তেলাওয়াত করেন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার তওবা কবুল করেন এবং আপনাদের মাঝে সুস্থ ভাবে ফিরে আসতে পারি। পরম করুনাময় আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন। বিশ্ববাসীকে হেফাজত করুন। বাংলাদেশের মানুষকে হেফাজত করুন। মুসলমানদের মহিমান্বিত বরকতময় মাস রমজানের ওছিলায় আমাদের ক্ষমা করুন। আল্লাহ কবুল করুন। আমীন। সুম্মা আমীন।

বিঃদ্রঃ করোনা সংক্রান্ত জরুরী তথ্য থানা পুলিশ ( ওসি টেকনাফ থানা- 01713373666, পুলিশ পরিদর্শক তদন্ত টেকনাফ থানা- 01730336362) স্থানীয় প্রসাশন, স্থানীয় চেয়ারম্যানকে (হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাওলানা নুর আহাম্মদ আনোয়ারী- 01812368669) জানাতে পারেন অথবা জরুরি নাগরিক সেবা ‌৯৯৯ এর সহযোগিতা নিতে পারেন।

আপনাদেরই সন্তান,

রাশেদুল হক
পুলিশ পরিদর্শক (তদন্ত)
পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম।
০১৮১৭-০০০৮০০
rashedul.bdpolice@gmail.com

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!