মোঃ আরাফাত সানি::কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ নায়মা সিফাত নামে এক মহিলা চিকিৎসক এর করোনা পজেটিভ পাওয়া গেছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে ৭১ জনের স্যাম্পল টেস্টের মধ্যে এই চিকিৎকের পজেটিভ পাওয়া গেছে।
এব্যাপারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান- এনিয়ে টেকনাফ উপজেলায় ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৩জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামু আইসোলেশনে প্রেরণ করা হয়। ২৫ এপ্রির (শনিবার) টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ৯ চিকিৎসকসহ ৫৩ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার সির্ভিল সার্জনের মাধ্যমে মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। এদের মধ্যে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ নায়মা সিফাত এর করোনা পজেটিভ পাওয়া যায়। তিনি চট্টগ্রাম জেলার বাসিন্দা।
তিনি আরো জানান- উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়াটারে তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করার কাজ চলছে।
Leave a Reply