ক্ষুধা
আজিজুর_রহমান
আমার দেশের মজুর চাষার
পেটে ক্ষুধার যন্ত্রণা,
কে দেবে তাদের মুখে আহার
কে দেবে বাঁচার মন্ত্রণা।
ক্ষুধা বড্ড খারাপ জিনিস
লাজ-শরম নাই,
হোক পান্তা কিংবা বাসি
যা পায় তা খায়।
কি করবে হাত ধুয়ে যদি
পেট থাকে খালি,
ঘরে থাকলে খাবে কি
কাজ-কামে মারি গুলি।
মুখে মাস্ক ব্যবহারে জীবাণু
ঢুকে না শরীরে,
তাও ভালো হতো যদি ভাইরাসে
পেট যেতো ভরে।
করোনা ভাইরাসে নয়
মরবে ক্ষুধার জ্বালায়,
লকডাউনে পরাণ বাঁচানো
হয়ছে বড় দায়।
লেখক:
আজিজুর রহমান
শিক্ষক ও সমাজকর্মী, হ্নীলা, টেকনাফ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com