মোঃ আরাফাত সানী ::সম্প্রতি টেকনাফের জনগনকে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মিদের পাশাপাশি দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যরা।
তারই ধারাবাহিকতায় করোনা সন্দেহে টেকনাফ মডেল থানার ২০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
২৮ এপ্রিল (মঙ্গলবার) তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.টিটু চন্দ্র শীল।
টেকনাফ উপজেলার জনসাধারনকে করোনা আগ্রাসন থেকে রক্ষা করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মিদের সঙ্গে পুলিশও কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, এই উপজেলায় এ পর্যন্ত একজন চিকিৎসকসহ চার জন করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন ২০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
উল্লেখ্য, করোনা সন্দেহে টেকনাফ উপজেলায় শুরু থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সর্বমোট ২৭৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে একজন চিকিৎসকসহ চার জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এখনও ৬১ জনের রিপোর্ট পাওয়া যায়নি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com