রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু রাবার বাগান এলাকায় জেলা ডিবি পুলিশের সাথে ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ প্রকাশ খোরশেদ (৩০) নামে এক রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও একটি মোটর সাইকেল এবং একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র)উদ্ধার হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক মানস বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল যোগে ইয়াবা পাচার হবে এমন সংবাদের আগে থেকে সেখানে অবস্থান করে।
পরে মোটরসাইকেল আসলে রামুর জোয়ারিয়ানালা এলাকায় তাকে থামতে বললে না থেমে সে ডিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়।
এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা, মোটর সাইকেল, একটি এলজিসহ তার মরদেহ উদ্ধার করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com