ডেস্ক নিউজ,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে একটি লবণ বোঝাই কাভার্ডভ্যান তল্লাশি করে ৫৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সদস্যরা। বুধবার (২৯ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও মাদক বহন ও পাচারের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হচ্ছে- জিয়া বেপারী (৪০) ও মুন্না ওরফে আলাউদ্দিন (২২)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্নেল ইমরান উল্ল্যাহ সরকারের পাাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র সিও আরও জানান, গ্রেপ্তাতারকৃতরা পরস্পর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ থেকে কাভার্ডভ্যানে লবণের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে বিপুল পরিমান ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে কাভার্ড ভ্যানটি আটক ও তল্লাশি করে ওই ইয়ারবার চালান লুকানো অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, গ্রেপ্তাতারকৃত মাদক পাচারকারীদের একমাত্র পেশাই হচ্ছে মাদক ব্যবসা। তারা দীর্ঘদিন ধরে মাদকের ট্রানজিট পয়েন্ট কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে ইয়াবা এনে ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তাতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com