নাছির উদ্দীন রাজ ( টেকনাফ৭১)
মালয়েশিয়া ফেরত রোহিঙ্গাদের কোয়ারান্টাইন শেষে বিভিন্ন ক্যাম্পে ফেরত দেয়া হয়েছে। অদ্য ০১ মে ২০২০ ইং দুপুরে মালয়েশিয়া ফেরত রোহিঙ্গাদের উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন UNHCR এর ট্রানজিট ক্যাম্প এবং কেরোন তলি আনসার ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের নিদিষ্ট কোয়ারান্টাইন শেষে নয়াপাড়া সেনাবাহিনী ক্যাম্পের আওতাধীন বিভিন্ন রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত করা হয়েছে বলে জানাগেছে । সর্ব মোট ৪২ জনকে যথাক্রমে * ক্যাম্প - ২৪ - ০১ * ক্যাম্প - ২৫ - ০১ জন * ক্যাম্প - ২৬ - ৩৫ * ক্যাম্প - ২৭ - ০১ এবং রেজিঃ - ০৪ - ০৪ জন।
উল্লেখ্য উক্ত রোহিঙ্গারা মালয়শিয়া ভিড়তে না পেরে দির্ঘ ৫৫ দিন সাগরে ভাসার পরে কোন উপায় না পেয়ে বাংলাদেশের সমুদ্র উপকুল বাহাড় ছড়া রাড়ে মরিচ বুনিয়া নোঙ্গর করে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com