টেকনাফ ৭১ডেস্কঃ টেকনাফ উপজেলায় করোনায় মৃত ব্যক্তিদের দাফনকার্য সম্পন্ন করতে প্রস্তুত রয়েছেন ১২জন সিপিপি স্বেচ্ছাসেবক ও ৫ ইমাম।
মহামারী করোনায় মৃত্যুবরণ করা ব্যক্তিদের লাশ ভাইরাস সংক্রমণের ভয়ে যেখানে আপন সন্তান পিতার লাশের সংস্পর্শে যাচ্ছেনা সেখানে তাদের এমন উদ্যোগ ভাষায় প্রকাশযোগ্য নয়। এই পরিস্থিতিতে নিজের জীবনের মায়া ত্যাগ করে মানবতার সেবায় এগিয়ে আসা সত্যি বিরল একটি দৃষ্টান্ত।
গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের উদ্যোগে দূরত্ব বজায় রেখে করোনায় মৃতদেহ দাফন কফিন ও সৎকার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে সিপিপির ১২ স্বেচ্ছাসেবককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাকারিয়া প্রশিক্ষণ দিয়েছেন। এতে উপজেলার কয়েকটি মসজিদের ৫জন ইমামও রয়েছেন।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "টেকনাফে করোনায় মৃত ব্যক্তির দাফন কফিন ও সৎকারে ৫ জন ইমাম ও ১২জন সেচ্ছাসেবীকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা করোনা ভাইরাসে মৃত ব্যক্তির দাফন কফিনসহ স্বেচ্ছাশ্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এগিয়ে যাবে"[প্রয়োজনেঃ-০১৮৬৬৪৬৭৯৪৫, ০১৮১৫৬১০২০২]
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com