“খোদার লিলা”
এ কে এম, কামাল হোছাইন
__________________________
খোদার লিলা কে বুঝিতে পারে?
পাঠাইছে এক মহামারী সেজে
ছড়িয়ে পড়েছে সারা দুনিয়াতে,
সে’যে কে? কিবা তাহার নাম?
নভেল (covid19) নামক এক,
মহামারী-ধৃষ্ট করোনা ভাইরাস।
খোদার লিলা কে বুঝিতে পারে?
কোথায় আজ মহারাষ্ট্র মহাবিশ্ব,
চারদিকে হাহাকার পুরো নিস্তব্ধ
কোথায় আজ বিশ্বের মহাজ্ঞানী
আর মহা বিজ্ঞান, সবাই নিরুপায়
করে হায় হায়, সবই খোদার দান।
খোদার লিলা কে বুঝিতে পারে
কোথায় আজ দুনিয়ার ধনী গরিব,
সবাই নিরুপায় করে হায়- হায়
দুনিয়ায় কখনও কেউ কারুর নয়।
কোথায় আট্রালিকা ধন- সম্পদ,
সবই তো একমাত্র খোদার’ই দান।
খোদার লিলা কে বুঝিতে পারে?
কোথায় আজ গাড়ি- বাড়ি শক্তি,
সবই তো অচল নেই কারুর মান।
কোথায় আজ নেতৃত্ব আর ক্ষমতা
সবই নিরুপায় তাতে প্রামান পাই ,
খোদা’ই মহান, অসিম মেহেরবান।##
লেখকঃ-এ কে এম, কামাল হোছাইন
বাংলাদেশ পুলিশ সদস্য, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
Leave a Reply