পারভেজ মোশারফ
আমার একটি ছোট সোনার গাঁ,
সোনালী রঙ্গে ,সোনালী ফুলে ফসলে ভরা, পূর্ব দিকে নাফ নদী জলে ঘেরা, পশ্চিম দিকে ঝর্ণা অপরূপে পাহাড় প্রাকৃতিতে ভরা, এই আমাদের ছোট সোনার গাঁ ৷
মাঝখানে ছোট এক গ্রামে ,আমরা গ্রাম
বাসীরা সবাই সবার সাথে জাতি ধর্ম নির্বিশেষে মিশে চলি এক সাথে। এই আমাদের ছোট সোনার গাঁ, চার দিকে রূপে প্রাকৃতি ঘেরা।
মাঝখানে রয়েছে সোনালী ধানের ফুলে ফসলে ভরা, এই আমাদের ছোট সোনার গাঁ। নদীর নিরর্ভ জোয়ারের বয়ে যাওয়া জলের খেলা, দেখতে মন চাই বেলা অবেলা ৷
পাহাড়ি ঝর্ণার সুপেয় পানি, যখন তৃষ্ণা মিটানোর জন্য পান করি. মন ও শরীর খুঁজে পাই শান্তির প্রসাদ-ধনী।
নিত্য সকাল বেলা, শুনি মিষ্টি কন্ঠের কুকিলের কুহু কুহু খেলা। ভালোবাসী ভালোবাসী ছোট খানি তোমাকে আমি।
নাম-পারভেজ মোশারর্ফ,
অধ্যায়ন-মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ,
ঠিকানা-হোয়াইক্যং মিনা বাজার, টেকনাফ,কক্সবাজার।
Leave a Reply