টেকনাফ ৭১ ডেস্ক:
টেকনাফের প্রথম মহিলা চিকিৎসক নাঈমা সিফাত (২৮) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার তৃতীয়বার স্যাম্পল টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ৬মে রাতেই হাসপাতাল থেকে তাকে রিলিজ করেন।
বিষয়টি টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানিয়েছেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উক্ত মহিলা চিকিৎসক ডা. নাঈমা সিফাত গত ৩০ এপ্রিল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরে গত ২৫ এপ্রিল করোনা ভাইরাস জীবাণু সনাক্ত হওয়ার পর এই মহিলা চিকিৎসক প্রথম ৪ দিন টেকনাফের চিকিৎসক কোয়ার্টারে সেল্ফ আইসোলেশন ছিলেন।
করোনাকে জয় করে চট্টগ্রাম শহরের পাঁচলাইশে বাড়ি ফিরা ডা. নাঈমা সিফাত এর স্বামী একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তাদের একটা ফুটফুটে শিশু সন্তান রয়েছে। তিনি ছিলেন কক্সবাজার জেলায় করোনা ভাইরাস জীবাণুতে আক্রান্ত হওয়া প্রথম চিকিৎসক।##
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com