সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ৭১
টেকনাফের সচেতনতার পাশাপাশি কর্মহীনদের ত্রাণ দিল নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান। এছাড়াও প্রতিদিনের মত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ও সরকারের ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে দিনরাত কাজ করে চলছেন তারা।
তারই ধারাবাহিকতায় টেকনাফকে করোনা ভাইরাসমুক্ত রাখতে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কর্মকান্ড নিরলসভাবে করে চলছেন তারা। পরে অন্যান্য দিনের মতো টেকনাফের বিভিন্ন জায়গায় চরম বিপাকে পড়া লকডাউনের আওতায় থাকা, লজ্জায় ত্রাণ চাইতে না পারা, কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছেন তারা। ৭ মে তাদের নিউজ কভারেজ করতে গেলে দেখা মিলে এ চিত্র। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসানসহ সাংবাদিকবৃন্দ প্রমূখ। এছাড়াও তারা কোনরকম জনসমাগম না করেই অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বলে জানা যায়। এছাড়া বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে যাদের হোম কোয়ারেন্টিনে থাকার কথা তাদের বিষয়ে খোঁজখবর রেখেছেন তারা। পাশাপাশি সাধারণ জনগোষ্ঠীকে মাইকিং করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিবিধ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন তারা।নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান বলেন, সরকারের নির্দেশনায় আমরা দিনরাত জনসাধারণের কল্যাণে কাজ করার পাশাপাশি সচেতন করে যাচ্ছি। এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার জেলা নৌবাহিনীর কো-অর্ডিনেটর ও কমান্ডার এম মনজুরুল ইসলাম বলেন, সব জায়গার ন্যায় টেকনাফেও নৌবাহিনীর সদস্যরা নিরলসভাবে মানুষকে করোনা ভাইরাস থেকে বাচানোর জন্য পরিশ্রম করে যাচ্ছেন। করোনার কারণে কর্মহীনদের খোজে খোজে নৌবাহিনীর সদস্যরা ত্রাণ পৌঁছে দিচ্ছেন বলেও তিনি জানায়।##
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com