কবি আনোয়ারুল ইসলাম
মনে পড়ে শিশু কালের
মন ভোলানো খুশির কথা,
যে বয়সে মনের মাঝে
ছিল নাকো কোন ব্যথা।
খুশি মনে মায়ের কাছে
চাইতাম শুধু কিছু টাকা,
আঁচল ধরে তারই পকেট
রাখতাম করে সদা ফাঁকা।
সকাল-সাঁঝে নাফের তটে
হরেক রকম মধুর খেলা,
হিমেল হাওয়ায় সারা বছর
মন ভোলানো খুশির মেলা।
রাতের বেলায় মিটমিটিয়ে
চাঁদ তারাদের মুচকি হাসি,
তারার মেলায় জোছনা ছড়ায়
বাজে মনে মোহন বাঁশি।
খিদে পেলে যেতাম ছুটে
মোদের খাবার রান্না ঘরে,
খেতে দিতো আদর করে
মা'গো আমার থালা ভরে।
নাফের তীরে কেওড়া ডালে
কানি বগা শিকার বসে,
ছোট পোনা দেখে অমনি
ধরতে নেমে ধরে কসে।
সেদিন গুলি গেছে চলে
আসবেনা আর কভু ফিরে
সেসব কথা ভাবছি বসে
নাফ নদীর ওই বসে তীরে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com