আনোয়ারুল ইসলাম
বিশ্ব মাঝে চলছে এখন
আজব কাণ্ড ভাই,
টাকার নেশায় মত্ত সবাই
বুঝবানে তো নাই।
হালাল হারাম নেই ভেদাভেদ
ইতর স্বভাব কাজে,
সবাই যেনো মানব সুরত
আচরণ খুব বাজে।
ধন-সম্পদের নেশায় তারা
লোভ-লালসায় হন্য।
মন্দ কাজে ওয়াইল দোজখ
আছে তাদের জন্য।
সম্পদশালী হওয়ার জন্য
করে পুকুর চুরি,
খুনখারাপি অহঃরহঃ
গলে চালায় ছুরি।
ক্ষণস্থায়ী জগতে ভাই
অস্থায়ী সবকিছু,
খারাপ লোকে ছুটে চলে
মরিচীকার পিছু।
পরকালে নাজাত পেতে
চেষ্টা সবাই করি,
চিরস্থায়ী জন্নাত লাভে
সঠিক পথে লড়ি।
জন্নাত সে-তো মহাসুখের
আমরা সবাই জানি,
নেয়ামত যে স্বর্গে ভরা
মহান প্রভুর বাণী।
Leave a Reply