বিশেষ প্রতিনিধি
বিশ্ব যখন করোনা আক্রমণ সামাল দিতে হিমসিম খাচ্ছে, দেশে করোনার প্রাদুর্ভাব থেকে বাছতে বেশির ভাগ যখন পরিস্কার পরিছন্নতার উপর যোর দিচ্ছে। তেমন সময়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত বিশ্ব খাদ্য সংস্থা কর্তৃক পরিচালিত মুছনি ফোডশপ এর সামনে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কে প্রতিষ্ঠানটির ব্যবহারিত পানি যেন রোহবালাই সৃষ্টের প্রধান উৎস! স্থানিয়দের অভিযোগ, তাদের বিভিন্ন উপসর্গে ব্যবহারিত পানি রাস্তায় বা মানুষ চলাচলেন জায়গায় চলেআসছে। এবং নির্দিষ্ট স্থানে জমাট বেঁধে তা থেকে পরিবেশ দূষিত হচ্ছে। যাতে সৃষ্টি হচ্ছে মশা,পানি বাহিত রোগ সহ অনেক কিছু।সেই যমাটকৃত ব্যবহারিত অপরিষ্কার পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বর্তমান বিশ্বে সৃষ্ট করোনা ভাইরাস আক্রমণ পরিস্থিতি রোগের জন্য আতঙ্কিত হচ্ছেনা স্থানীয় জনসাধারণ। এ বিষয়ে ৯নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দ আব্দুল মুত্তালেব ও হাসন বলেন, প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সব সময় অপরিস্কার পানিগোলি নিদৃষ্ট স্থানে রাখা হবে কিনা বার বার জানতে চাইলে কোন উত্তর মিলেনি। স্থানিয় জন প্রতিনিধি বলছেন, যেহেতু বিশ্ব এখন মহামারী করোনা ভাইরাস চলছে, সে বিষয়ে খেয়াল রেখে ও পরিষ্কার পরিচ্ছন্নতার, স্থানীয়দের কথা চিন্তা করে নির্দিষ্ট স্থানে ব্যবহৃত পানি স্বাস্থ্যসম্মত করে রাখলে সাধারণ মানুষের জন্য ভালো হয়। ডব্লিউ এফপির মুছনি ফোড শপের কর্মকর্তার ক্যং এর সাথে যোগাযোগ করলে প্রতিবেদক কে তিনি বলেন, আপনার মাধ্যমে বিষয়টা জানতে পেরেছি, আমি ঘটনা স্থানে গিয়ে দেখে ওরকম পরিবেশ হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সমাধানের ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply