জুবাইরুল ইসলাম জুয়েল: টেকনাফ৭১
টেকনাফ বাহারছড়া উপকূলীয় অঞ্চলের সর্ববৃহৎ বাজার”শামলাপুর কাপড়ের দোকানে শতশত মানুষের সমাগম দোকানদাররা মানছেন না, সরকারি নিয়মনীতি ও নিষেধাজ্ঞা।
সরজমিনে গেলে দেখা যায় শতশত মানুষ ঈদকে সামনে রেখে কেনাকাটার ব্যস্ততায়।
বর্তমান চলমান করোনা পরিস্থিতি ঠেকাতে প্রশাসন জীবনের ঝুঁকি নিয়ে জাতিকে বাঁচাতে দুরত্ব বজায় রেখে সরকারি দেওয়া নির্দেশে বিকেল পাঁচটার মধ্যে দোকান বন্ধের আহ্বান করলে ও তা মানছে না অনেকেই।
১৪ মে (বৃহস্পতিবার) বিকেলে বাহারছড়া উপকূলীয় শামলাপুর বাজারে বিভিন্ন মার্কেটে ভিড় জমিয়ে ঈদের কেনাকাটায় হাজারো মানুষের জনসমাগম।
এই বিষয়ে শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ
মোঃ লিয়াকত আলী বলেন উপকূলীয় অঞ্চলের শামলাপুর বাজার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা আর ঘনবসতিপূর্ণ হওয়াই করোনা ভাইরাসের সচেতনতার বিষয়ে সচেতন করাটা অনেকটা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন আমরা আমাদের সাধ্যের মধ্যে সীমাবদ্ধতায় জনগণের কল্যাণের জন্য বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে কক্সবাজার শহরের বিভিন্ন মার্কেটসহ যাতায়াতের ব্যবস্থা সাময়িক বন্ধের ঘোষণা থাকলেও থামানো যাচ্ছে না গ্রাম্য বাজার মার্কেট।
সূত্রে প্রকাশ এলাকার মান্যবর ব্যক্তিরা বলেন দিনের পর দিন দেশের পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে,
এতে নিজেদের পাড়া মহল্লাকে সতর্ক রাখতে আমাদের আরো কঠোর হতে হবে।###
Leave a Reply