টেকনাফ ৭১ ডেস্ক:
সবুজ সোনালি গাছ গাছালী
বনের সকল পশু পাখি
চিরতরে হারিয়ে যাচ্ছে
ঘন সবুজ নবায়নযোগ্য সম্পদ।
বাচাঁও সোনালি সবুজ
বাচাঁও পশু পাখ পাখালি
চিরতরে হারিয়ে যাচ্ছে সব
বাচাঁও নীল সবুজের বন।
পাহাড়ের কান্না থামাতে পারছি না
হারিয়ে যাচ্ছে সোনালি সবুজ
ঝাক ঝাক বন্য হাতির পাল
মুধুর কন্ঠের সোনালি পাখির গান।
হারিয়ে যাচ্ছে বন্য প্রানির বাস
বাড়ছে মানবের মৃত্যুর লাশ,
বনলতার ফাকেঁ,খুজে পায়
হাজার মানবের মৃত্যুর শোভা।
কাঁদো পাহাড় কাঁদো,
কান্নায় ভাসিয়ে দাও
সবুজ সোনালি বন
হারিয়ে যাচ্ছে প্রকৃতির ধন।
পশুপাখির চিৎকার শুনতে
পারি না আর বাচাঁও মোদের,
বাচাঁও বনজসম্পদ যে পাহাড়ে
দিনের বেলাতেও হয় ভয়
হাজার মানবের মৃত্যুর
গর্জন শুনতে হয়!
যে পাহাড়ে করতো পশু পাখিরা
খেলা সে পাহাড়ে এখন ডাকাত
দলের মেলা চলছে হাজার
মানবের মৃত্যু নিয়ে খেলা
বইছে ঘনবসতির মেলা।
*রেজাউল করিম রেজা, টেকনাফ, কক্সবাজার
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com